‘বাংলাদেশের ব্যাটিং অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন’

‘বাংলাদেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি। নিম্নমানের ক্রিকেট খেলেছে।’

কথাটা আকাশ চোপড়ার। বলেছেন নিজের ইউটিউব চ্যানেলে গতকাল ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি শেষে। আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারত এই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জিতেছে ৪৯ বল হাতে রেখে। স্বাগতিকদের দাপটটা স্পষ্ট। দুই দলের মধ্যে পারফরম্যান্সে আকাশ-পাতাল ফারাক দেখে নাজমুল হোসেনের দলের কড়া সমালোচনা করেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া।

ভিডিওর শুরুতে বাংলাদেশকে নিয়ে আকাশ বলেছেন, ‘ধ্বংস, আধিপত্যের স্বীকার। দফারফা করে দিয়েছে। বাংলাদেশের ভাইয়েরা, তোমরা কী করছ? কেমন ক্রিকেট খেলছ? আসলে আশপাশেও (ভারতের) আসতে পারেনি। একপেশে বলতে যা বোঝায়, ঠিক তা–ই। ম্যাচ কোথায় এটা তো “মিস-ম্যাচ”(অসম শক্তির) ছিল।’

ভারতের হয়ে ১০ টেস্ট ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ২১ ম্যাচ খেলা আকাশ এরপর আলোচনার শুরুতে হার্দিক পান্ডিয়ার ব্যাটিংকে টেনেছেন। ২ ছক্কা ও ৫ চারে ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকা পান্ডিয়ার একটি শটের সময় তাঁর শরীরী ভাষাকে আকাশ তুলনা করেছেন প্যারিস অলিম্পিকে তুরস্কের রুপাজয়ী শুটার ইউসুফ দিকেচের সঙ্গে। শুটিং মঞ্চে দিকেচ যেমন পকেটে বাঁ হাত ঢুকিয়ে বেশ ভাবের সঙ্গে শুট করেন, পান্ডিয়াও তেমনি ১২তম ওভারের তৃতীয় বলে তাসকিনকে ‘নো লুক আপার কাট’ শটে চার মারেন বলে মনে করেন আকাশ।

স্ক্রিনে দিকেচের ছবি দেখিয়ে বলেন, ‘অলিম্পিকে ছিল না? দারুণ! এক হাত পকেটে ঢুকিয়ে সেই তুর্কিওয়ালা, তেমনি হার্দিক পান্ডিয়া। কী আচরণ ভাই! ওই মুহূর্তটাই সবকিছু বুঝিয়ে দেয়। ভারত এভাবে খেলছিল, দুঃখিত বাংলাদেশ, সব রকম সম্মান রেখেই বলছি, আপনারা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছেন না। বাজে ক্রিকেট খেলছেন।’

বাংলাদেশকে নিয়ে আকাশ এরপর আলাদা করে বলেছেন, ‘এশিয়াতে আপনারা (বাংলাদেশ) তৃতীয় বা চতুর্থ সেরা দল হতে পারেন। কিন্তু ক্রিকেটে বেড়ে ওঠার যে ব্যাপারটা, সেটা আপনাদের ক্ষেত্রে একদমই চোখে পড়েনি। আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না। টেস্ট ম্যাচের (সিরিজ) কথা বলা যায়, চেন্নাইয়ে আমার দুটি সেশন মনে পড়ছে, তার পর থেকেই পারফরম্যান্স নিম্নমুখী। প্রতিটি লড়াইয়ে পিছিয়ে পড়ছে। এই (প্রথম টি-টোয়েন্টি) ম্যাচের ব্যাটিং তো অপরিণামদর্শী, বেখেয়ালি ও লক্ষ্যহীন। বোলিং নিয়ে কথা যতটা সম্ভব কম বলাই ভালো।’

টি-টোয়েন্টি সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বুধবার দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টি।