নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন জাতিসংঘ মহাসচিব

২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনায় আলোচনায় আরও রয়েছে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) ও আন্তর্জাতিক বিচার আদালতও (আইসিজে)। খবর, রয়টার্সের।

চলতি মাস থেকে ঘোষিত হবে ২০২৪ সালের একেকটি ক্যাটাগরির নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। নরওয়ের রাজধানী অসোলোতে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১১ অক্টোবর।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কারাবন্দী ইরানি নারী অধিকার আইনজীবী নার্গিস মোহাম্মদী। শান্তি ছাড়া বাকি চারটি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি। আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।