ছাত্র-ছাত্রীদের জন্য ফরিদপুর জেলা মিনি বাস সমিতির হাফ ভাড়া চালু

শনিবার (৫ই অক্টবর ) সকাল ১১ ঘটিকায় ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ কর্যালয়ে ছাত্র আন্দলনের নেতৃ বৃন্দ এবং ফরিদপুর জেলা বাস ও মিনি বাস মালিক শ্রমিক পরিষদ এর নেতৃ বৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিন্ধান্ত হয় যে স্ব স্ব কলেজ কতৃর্ক প্রদান কৃত পরিচয় পত্র ধারী ছাত্র-ছাত্রী নিকট হতে লোকাল বাসের সকল রুটে অর্ধেক ভাড়া নেওয়ার ব্যাপারে সিন্ধান্ত হয়। এর ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা এর আগের দশ দিন ও পরের দশ দিন ছাত্র-ছাত্রীদের সম্পূর্ন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও শারদীয় দূর্গা পূজার আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন সম্পূর্ন ভাড়া দেওয়ার সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ ।