সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক সাইফুদ্দীন হোসাইন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছে আসামি সাধন চন্দ্র। ৪ আগস্ট বিকেলে কারওয়ান বাজারে ছাত্র জনতার শান্তিপূর্ণ অবস্থানে গুলি করা হয়। এ সময় রমিজ উদ্দিনের চোখে গুলি লাগে। পরবর্তীতে লোহার রড ও হকিস্টিক দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জানান, সাধন চন্দ্র মজুমদার নির্দোষ। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। অসুস্থতা বিবেচনায় রিমান্ড বাতিল ও জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্রকে গ্রেপ্তার করে পুলিশ।