লেবাননের মধ্য বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮

লেবাননের মধ্য বৈরুতে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহ যোদ্ধারা তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, মধ্য বৈরুতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্বাস্থ্য ইউনিট-এর একটি ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। বুধবার রাতভর চালানো ওই বিমান হামলায় কমপক্ষে ৬ জন মারা গেছেন। চলতি সপ্তাহে লেবাননের রাজধানীতে দ্বিতীয়বারের মতো হামলা চালালো ইসরায়েল। এর আগে ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেয়ার দাবি করেছিলো হিজবুল্লাহ যোদ্ধারা।

এদিকে গত একদিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জনের মুত্যু হয়েছে এবং ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের ডিয়ারবোন শহরে ইসরায়েলি হামলায় এক মার্কিন নাগরিক মারা গেছেন। এদিকে গাজার একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।