বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৮০ শতাংশেরও বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেপ্টেম্বরে প্রবাসী আয়ের এই প্রবাহ গত আগস্ট মাসের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট ৬৫৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৪৯০ কোটি ৭০ লাখ ডলার।

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জুনে, যার পরিমাণ ২৫৪ কোটি ডলার। এটি একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয়। চলতি বছরে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে।